১। ক) অবশ্যই অনলাইন প্রফেশনাল হতে হবে। যে কোনও মার্কেট প্লেস বা অনলাইন ভিওিক সেক্টরে মিনিমাম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে|
খ) আইটি কোম্পানির মালিক কিংবা আইটি কোম্পানিতে জব করেন এমন কেউও চাইলে অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে, সিদ্ধান্ত পুরোটাই কমিটির উপর থাকবে। জব করলে সেই প্রমাণ অবশ্যই দেখাতে হবে। মৌখিক প্রমাণ কোনো ভাবেই গ্রহণযোগ্য হবে না।
=> নোটঃ যেহেতু এটা অনলাইন প্রফেশনালদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট আমরা চাই অনলাইন প্রফেশনালরাই টুর্নামেন্ট খেলবে। প্লেয়ার এবং দল হিসাবে দলের প্লেয়ারকে প্রমানসহ টীম জমা দিতে হবে যে উনি ১ বছর ধরে আইটি কোম্পানিতে বা অনলাইন প্রফেশনাল হিসাবে কাজ করছেন এইটা যে কোন অনলাইন ভিওিক সেক্টরেই হউক না কেন। যাচাই বাছাই করার পরই টীম ফাইনাল সিলেকশান হবে, এবং প্রত্যেক টীমকে জানিয়ে দেওয়া হবে ।
২। মাঠে খেলা চলাকালীন সময়ে আম্পায়ার বৃন্দ এবং ম্যাচ রেফারীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। কোন অপ্রীতিকর ঘটনা (এ রকমটা আশা করি কখনও হবে না) ঘটলে আম্পায়ার, ম্যাচ রেফারী এবং টুর্নামেন্ট কমিটির সাথে আলোচনা করে যেকোন সিদ্ধান্ত নিতে পারবেন। এবং তাদের সিধান্তই চুড়ান্ত সিধান্ত বলে বিবেচিত হবে।
৩। প্রতিটি ম্যাচ ৮+৮=১৬ ওভারের হবে। কোন ম্যাচ ড্র হলে সুপার ওভার অনুষ্ঠিত হবে।
৪। একজন বোলার সর্বোচ্চ ২ ওভার বোলিং করতে পারবেন। যেকোন ধরনের চাকিং নিষিদ্ধ।
৫। প্রতিটি ম্যাচ যথা সময়ে অনুষ্ঠিত হবে। প্রতি ইনিংসের মাঝে সর্বোচ্চ ১০ মিনিট বিরতি থাকবে। নিদিষ্ট সময়ে আগে প্রত্যেক টীমকে মাঠে উপস্হিত থাকা বাধ্যতামুলক । নিদিষ্ট সময়ে কোন টীম উপস্হিত হতে না পারলে ম্যাচ অনুষ্ঠিত সময়ের ১০ মিনিট পরপর লেট করা টীম হতে ১ ওভার করে কাটা হবে এবং কোন টীম এর খেলার নিধারিত সময়ের ৩০ মিনিটের মধ্যে উপস্হিত থাকতে বা আসতে না পারলে আম্পায়াররা ম্যাচ রেফারী এবং টুর্নামেন্ট কমিটির সাথে আলোচনা সাপেক্ষে বিপরীত টীমকে বিজয়ী ঘোষনার ক্ষমতা রাখে এবং এইটা চুড়ান্ত সিধান্ত বলে গন্য হবে।
৬। LBW (থাকবে না) বাই, ওভার থ্রো, লেগ বাই, হিট আউট, যে কোন ধরনের নো বলে ফ্রী হিট সব কিছুই থাকবে, তবে নোটঃ ৭ নাম্বার পয়েন্টের বিষয়গুলো মাঠে অবস্হা বুঝে সিধান্ত পরিবর্তন হওয়ার সুযোগ থাকবে এবং আম্পায়ারগন, ম্যাচ রেফারী এবং টুর্নামেন্ট কমিটির এই সিধান্ত নিবেন।
৭। ১ম ম্যাচ সকাল ৭ টায় শুরু হবে। সুতরাং ১ম ম্যাচের সব টীমের প্লেয়ারদেরকৈ সকাল ৬:৩০ এর মধ্যে মাঠে উপস্থিত থাকা বাধ্যতামূলক এবং অনুরোধ করা যাচ্ছে।
৮। বাকি সব টীম এবং প্লেয়ারগন সকাল ৮টার মধ্যে মাঠে উপস্হিত থাকতে হবে বিশেষ করে ২য় ও ৩য় টীম এবং প্লেয়ারগন আরও আগে আসার চেষ্টা করার অনুরোধ করা যাচ্ছে।
৯। যেহেতু সময়ের সাথে পাল্লা দিয়ে খেলা চালাতে হবে আমাদের, তাই সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য।
১১। সকল টিমের ক্যাপ্টেন-এডমিন সবাইকে অনুরোধ করছি, প্রত্যেক টিম থেকে ২জন করে ভলান্টিয়ার আমাদেরকে দিবেন প্লীজ। যাঁদের কাজ হবে এই টুর্নামেন্ট টিকে সার্বিক ভাবে ভালো করে পরিচালনা করার জন্যে সহযোগীতা করা।
১০ । প্রত্যেক টীমের টীম প্লেয়ারদের একই কালারের খেলার জার্সি পড়ে আসা বাধ্যতামুলক এবং টাউজার পড়ে আসতে হবে, | জার্সিতে সামনে অথবা পিছনে Online Professonal Cricket Tournament 2018 উল্লেখ থাকলে খেলার পরিবেশ সুন্দর হবে।
১১। মোট স্কেয়াড ১৪ জনের, এবং বেষ্ট ১১ জন খেলার সুযোগ থাকবে, যে টীম জমা দেওয়া হবে এর বাহিরে অথবা একজন ২ দল বা অন্য দলে খেলার সুযোগ নেই । খেলার দিন প্লেয়ার পরিবর্তের সুযোগ নেই । যে টীম জমা দেওয়া হবে এর বাহিরে কারও খেলার সুযোগ নেই
১২। খেলার দিন প্রত্যেক টীম তাদের খেলার সরজ্ঞাম নিয়ে আসবে (স্টাম এবং বল ছাড়া)